আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ায় দীর্ঘদিন পর এই প্রথম সুস্থ ধারার শিল্প ও বাণিজ্য মেলার গতকাল বিকেলে শুভ উদ্বোধন হয়েছে। শহরের হাউজিং খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই মেলার ফিতা কেটে, নিজে গেট টিকিট কেটে শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী। শতভাগ জুয়ামুক্ত অথচ শিশুদের চোখ ধাঁধাঁনো নানা রকম রাইড, দেশের ঐতিহ্যবাহী জামদানীসহ শিল্প ও কুটির শিল্পে ঠাসা নানা পন্যের পসরা সাজিয়েছে স্টলগুলো। দেশের বিভিন্ন প্রান্ড থেকে এসেছে এই স্টলগুলো।
গতকাল জেলা প্রশাসনের অনুমতি পাওয়ার পর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।