কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের নারী দিবস পালন
আরশীনগর রিপোর্ট।।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অংশগ্রহনে আজ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপিত হয়। প্রথমে শোভাযাত্রা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি নারী স্বাধীনতার দিশারী। তিনি নারীদের কল্যাণে অভূতপূর্ব অবদান রেখেছেন। স্বাধীনতার পরে নারীদের এগিয়ে নিতে এমন ভূমিকা অতীতে চোখে পড়েনি। তিনি আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের পেছনে ফেলে সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারী সমাজের উন্নয়নের মধ্য দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নিচ্ছে। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, মুক্তি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। সভাপতিত্ব করেন কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস।