আরশীনগর প্রতিবেদক : কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ
ফুটবল ফেডারেশনের তত্বাবধানে জেএফএ অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবল
চ্যাম্পিয়নশীপ খেলা গতকাল বিকেলে কুষ্টিয়া সুগার মিল মাঠে উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। এসময় তিনি বলেন,
মহিলা ফুটবলাররা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। স্বাধীনতার এই মাসে
পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশের অভুতপূর্ব জয় সারাবিশ্বকে তাক লাগিয়েছে।
তিনি আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রে মেয়েরা যত অগ্রসর হবে বাংলাদেশ তত এগিয়ে
যাবে। তাদের খেলাধুলার মানসিক এবং পারিপার্শ্বিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
তাদের চলার পথে সকল বাঁধা অপসারন করতে হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাইদুল ইসলামের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম, জেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী, জেলা ফুটবল এসোসিয়েশনের
সভাপতি মকবুল হোসেন লাবলু। উদ্বোধনী খেলায় ৩-০ গোলে পাবনা জেলাকে পরাজিত
করে সিরাজগঞ্জ জেলা সেমি ফাইনালে উত্তীর্ণ হয়।