আরশীনগর প্রতিবেদক,
নানারকম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হলো দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পঞ্চম তম বর্ষপূর্তি অনুষ্ঠান। কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সারের আয়োজনে অতিথি বৃন্দের শুভেচ্ছা বক্তব্য এবং মধ্যাহ্নভোজ ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ:কা:ম সরওয়ার জাহান বাদশাহ্ , বিশেষ অতিথি হিসেবে ছিলেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম আক্তারুজ্জামান মাসুম, বিএফইউজের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি-র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আনন্দ টিভির এই বর্ষপূর্তি উপলক্ষে আজ দিন ভর মুখরিত ছিল কুষ্টিয়ার কেপিসি চত্বর ।