ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স, অভিযানে ১২ লাখ টাকা জরিমানা

আফরোজা আক্তার ডিউ
এপ্রিল ২০, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স, অভিযানে ১২ লাখ টাকা জরিমানা
আফরোজা আক্তার ডিউ ।। কুষ্টিয়া জেলা প্রশাসন জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানুর তত্বাবধানে জেলার সকল ইউএনও, এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন দৌলতপুর থেকে খোকসা উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটাসমূহে একের পর এক অভিযান অব্যাহত রেখেছেন। গতকালের অভিযানে দৌলতপুর উপজেলায় ২টি ভাটায় ২ লাখ ৭০ হাজার টাকা, ভেড়ামারা উপজেলায় ২টি ইটভাটায় ২ লাখ টাকা, মিরপুরে ৩ টি ভাটায় ২ লাখ ৭০ হাজার টাকা, কুষ্টিয়া সদর উপজেলায় ২টি ভাটায় ২ লাখ ২০ হাজার টাকা, কুমারখালী উপজেলায় ৩ টি ভাটায় ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু বলেন, জেলা প্রশাসক স্যার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। ভাটায় কেউ কাঠ পোড়াতে পারবে না। পরিবেশের ছাড়পত্র ব্যতিত, সরকারি নিয়মনীতি বহির্ভূত ভাবে কোন ভাটা চালাতে দেওয়া হবে না। অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।