নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর
ফের অশান্ত কুষ্টিয়ার বিলগাতুয়া সিমান্ত। মাদকের কালো টাকার গরমে শীর্ষ মাদকসম্রাট আকিদুল ও তার গডফাদার আবুল কালাম@ কালাম মেম্বার এখন আরও বেপরোয়া।’
রবিবার ( ১৯ ফেব্রুয়ারী-২০২৩) বিকাল ৫ টার দিকে প্রকাশ্য দিবালোকে ১০ টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ আবুল কালাম@কালাম মেম্বার কে গ্রেফতার করলে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।’
বর্তমানে সে আত্মগোপনে রয়েছেন। ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে ছুটে আসেন ভেড়ামারা সার্কেল অফিসার আসিফ ইকবাল, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান,তদন্ত ওসি মোস্তফা হাবিবুল্লাহ। পুলিশ,বিজিবি ও ডিবি পুলিশের ঘন্টাব্যাপী সাঁড়াসী অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও সাধারন গ্রামবাসীর উদ্বেগ কমেনি। ক্ষতিগ্রস্থ ২০ পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন।’
তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। স্থানীয় সূত্র জানায়,১৭ টি গরু,বিপুল পরিমাণ নগদ অর্থ,স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন,অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।’
যাদের বাড়ি পুড়ে ছাই হলোঃ রফাত মালিথার ৩ ছেলে আশরাফুল মালিথা, তৌহিদুর মালিথা,মহিদুল মালিথা,মৃত রহমানের ছেলে চাঁদ আলীর দোকান, হাসেম মালিথার ছেলে বিল্লাল হোসেনের বাড়ি, পিতা মৃঃ (আক্তার বানুর বাড়ি), মৃত রনি বক্সের মেয়ে রুপিয়া খাতুনের বাড়ি। যে সকল বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়েছেঃ মাহাবুব মেলেটারী পিতা ফজলুল হক, শাখাওয়াত আলী,পিতা মোঃ ছাপাত উল্লাহ, হেলাল উদ্দিন পিতা মৃত নওয়াব আলী মেম্বার,মাহাতাব আলী,বয়েন মালিথা ,পিতা মৃত মায়েজ উদ্দিন,মশিউর রহমান ,পিতা: মৃত মহির উদ্দিন,বাবু মালিথথা।’
প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে একই এলাকার মৃত ইয়াকুব মন্ডলের ছেলে আবুল কালাম@ কালাম মেম্বার ও শীর্ষ মাদক সম্রাট আকিদুলের নেতৃত্বে এই তান্ডবলীলা চালানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।’