আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ায় সাড়ে ১৮ টন ভারতীয় চিটাগুড় বাহী লড়ি সহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চিটাগুড় আনলোডকারী বটতৈল গ্রামের সুমির পালিয়ে যায়। ১৮ এপ্রিল ভোরে কুষ্টিয়ার জগতি ফাড়ির পুলিশ এক অভিযান চালিয়ে কুষ্টিয়ার বটতৈল পোড়াদহ সড়কের আনু মোড়ের মৃত বক্করের ছেলে সুমির এর বাড়ির সামনে থেকে চিটাগুড় বাহী লড়িসহ গাড়ি চালক ও হেলপারকে আটক করে। আটককৃতরা হলেন সাদ্দাম (৩৫) পিতা মোমিন। বাড়ি সিরাজগঞ্জের সাজাদপুর ও রাজিব (৩২) পিতা তারা মিয়া। বাড়ি একই জেলার রতনকান্দির বাচরা গ্রামে। জানাযায়, ভোররাতে চিটাগুড় বাহী লড়ি (সিরাজগঞ্জ -ঢ-৪১-০০০৭) এসে সুমির এর বাড়ির সামনে প্লাষ্টিকের ড্রামে চিটাগুড় অনলোড করতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করেন। পরে জগতি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে চিটাগুড় বাহী লড়ির চালক ও হেলপারের কাছে মালের প্রয়োজনীয় কাগজ পত্র চাইলে তারা তা দেখাতে ব্যার্থ হলেগাড়িটিসহ দুজকে আটক করে। এ সময় সুমির পালিয়ে যায়। আটককৃত গাড়ির চালক ও হেলপার জানান, গাড়িতে ১৮ টন ৫শ ৯০ কেজি চিটাগুড় তারা ভারত থেকে নিয়ে ফরিদপুরে যাচ্ছিল। কিন্তু ফরিদপুরের সড়কে না গিয়ে আলমডাঙ্গা সড়কে কেন এসেছেন এ প্রশ্ন করলে তারা কোন উত্তর দিতে পারেনি। তবে গাড়ি ও মালামালের প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং তা মালিক পক্ষের লোকজন নিয়ে কুষ্টিয়ায় রওনা হয়েছেন বলে জানান।