ঢাকাবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া বটতৈল নাইট ক্রিকেট লিগ ২০২৩ এর ৬ষ্ঠতম ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

arshinagar
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ কুষ্টিয়া প্রতিনিধি,

কুষ্টিয়া বটতৈল নাইট ক্রিকেট লিগ কমিটির আয়োজনে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বটতৈল প্রাইমারি মাঠে উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া বটতৈল নাইট ক্রিকেট লিগ ২০২৩ এর ৬ষ্ঠতম ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আবু হানিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএনবি গ্রুপের স্বত্ত্বাধিকারী, কামরুজ্জামান নাসির বক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নির্বাহী সদস্য,ঐতুবৃ কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলে করিম, কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মতিয়ার রহমান, কেএনবি গ্রুপের চেয়ারম্যান চামেলি জামান, উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন কুষ্টিয়া বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীর আবু আব্দুল্লাহ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান আনিছ। জাতীয় সংগীতের মধ্য দিয়ে ফাইনাল খেলা শুরু হয় । উক্ত খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে । সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খেলোয়াড়রা। ফাইনালে খেলেন মানিক এগ্রো ফুড ও ফরয়েভার নাইটস। চ্যাম্পিয়ন হয় মানিক এগ্রো ফুড। চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু তুলে দেন অতিথিরা। রানার্সআপ দলের হাতে তুলে দেন একটি ছাগল। সেই সাথে সকল খেলোয়াড়দের জন্য ছিল পুরস্কার। এ সময় বক্তারা বলেন সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে এগিয়ে নিতে হবে। আমরা সব সময় এই খেলাধুলা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা আপনাদের সাথে আছি। সামনে আরও বড় আকারে এ খেলার আয়োজন করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।