এস, এম ওয়ালিদুজ্জামান শুভ
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুগান্তি কমেছে এমনটি জানিয়েছেন সেবা গ্রহীতারা ।
পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ জনগণের সাথে কথা হলে তারা জানান বর্তমানে আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে ঝই ঝামেলা মুক্তভাবে আমাদের পাসপোর্ট করতে পারছি । কোন দালাল ধরতে হচ্ছে না । সরাসরি এসে আমরা সেবা নিতে পারছি। আগে তো সবসময় অফিসে দালাল চক্রের ভিড়ে কোন কাজ করা যেত না। এখন আমরা সরাসরি অফিসে এসে নিজের কাজ নিজেরাই করতে পারছি।
আর এই সুন্দর পরিবেশটি তৈরি করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি সাজ্জাদ হোসেন তাকে ধন্যবাদ জানাই যে তিনি এত সুন্দর ভাবে এই অফিসটি পরিচালনা করছেন । সেই সাথে এই অফিসে দায়িত্বে যারা আছেন তারাও অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের সেবা পেয়ে আমরা মুগ্ধ। এভাবে সেবা দিতে থাকলে সাধারণ জনগণ একটু স্বস্তি পাবে। তবে অফিসে আরো জনবল বৃদ্ধি করলে ভালো হতো আরো সুন্দর হতো। সেবার মানটি আরো বৃদ্ধি পেত।
পাসপোর্ট অফিসের এ ডি সাজ্জাদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমার অফিসে কাউকে কোন দালাল ধরতে হবে না। সরাসরি আমার কাছে আসলে আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদের সেবাটা দিব। সাধারণ জনগণের ভোগান্তি কমানো ও ভালো সেবার মাধ্যমে এই অফিসটি পরিচালনা করতে চাই । সেইসাথে সকলের সহযোগিতাও চাই। সাধারণ জনগণের ভোগান্তি কমিয়ে ভালো সেবা দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।
আমার অফিসের সকল স্টাফদের বলা আছে সেবা নিতে আসা সকলের সাথে সুন্দর ব্যবহার ও আন্তরিক ভাবে তারা তাদের দায়িত্ব পালন করবে। সকলে সেটাই করছে আমি আমার স্টাফদের প্রতি সন্তুষ্ট।