আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাঈদ। গতকাল জেলা আওয়ামী লীগের অফিসে এ ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি আ,স, ম আখতারুজ্জামান মাসুম, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি তানজিলুর রহমান, সহ-সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন মুকুল,সাধারণ সম্পাদক আবু সাঈদ, গ্রন্থগার সম্পাদক এ্যাডভোকেট সোহেলী পারভীন ঝুমুর, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, এ্যাডভোকেট আলিমুজ্জামান বাবু, এ্যাডভোকেট আলহাজ্ব রফিকুল ইসলাম লালন,এ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন,এ্যাডভোকেট আব্দুল হালিম, এ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস,এ্যাডভোকেট হাসানুর আসকর হাসু,এ্যাডভোকেট কাজী সাইফুদ্দিন বাপ্পি,এ্যাডভোকেট মঞ্জুরী বেগম,এ্যাডভোকেট শিমা রানী বসু,এ্যাডভোকেট ইমরান হোসেন দোলন,এ্যাডভোকেট আখতারুল হক,এ্যাডভোকেট সুলতান আহমেদ সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় যারা আইনজীবী সমিতির উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।