আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ার কুমারখালীতে ৬টি ককটেলসহ যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব -১২। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামীর হলেন-ছেঁউরিয়া মন্ডলপাড়া এলাকার মৃত মনোয়ার ইসলামের ছেলে মো. জহুলর ইসলাম ওরফে বাবু (২৮)। রোববার রাত ৭ টা ৪৯ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। এ বিষয়ে র্যাব -১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ছেঁউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ৬টি ককটেলসহ মো. জহুরুল ইসলাম ওরফে বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কুমারখালী থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।