আরশীনগর প্রতিবেদক,
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী” এই প্রতিপাদ্যের সাথে পালিত হলো বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৩।
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ক্যাব) কুষ্টিয়ার সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বঙ্গবন্ধু ম্যুরাল থেকে শুরু করে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলার ম্যাজিস্ট্রেট আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল মোছা. শারমিন আখতার,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ক্যাব) কুষ্টিয়ার কর্মকর্তা কর্মচারীরা, কুষ্টিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ব্যবসায়িক নেতারা।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার এই মাসে অসাধু ব্যবসায়িদের হাত থেকে ভোক্তাদের স্বাধীন করতে হবে। জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তৎপর থাকতে হবে। নিজ অধিকার সম্পর্কে জানলে জনগণ সোচ্চার হয়ে উঠবে এবং এতে করে অধিদপ্তরের কাজ অনেকাংশেই সহজ হবে। প্রত্যক্ষ, পরোক্ষ বা ডিজিটাল হয়রানি রোধে সকলকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
বক্তারা বলেন, বিশ্বের সকল ভোক্তার ৮টি অধিকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ভোক্তার সেই অধিকারগুলো সংরক্ষণ হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।ডিজিটাল সেবা নিতে গিয়ে কোন ভোক্তা যেন প্রতারিত বা ভোগান্তির শিকার না হন, সেদিকে খেয়াল রাখতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
এ সময় কুষ্টিয়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।