ঢাকাবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক সাংবাদিকদের হাতে তুলে দিলেন হানিফ এমপি

আরশীনগর প্রতিবেদক
জুলাই ১৪, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক সাংবাদিকদের হাতে তুলে দিলেন হানিফ এমপি

আরশীনগর প্রতিবেদক।। কুষ্টিয়ায় সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে চিকিৎসার জন্য
প্রয়াত, আহত, অসুস্থ ১৬ সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২ টার সময় কুষ্টিয়া-৩ সদর  আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বাসভবনে সামনে এই চেক প্রদান করা হয়।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের মাঝে চেক প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযাহারুল আলম সুমন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ।

প্রধান অতিথি হানিফ এমপি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। বর্তমান সরকারের মত অতীতে কোন সরকার এমনভাবে গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়ায়নি। হানিফ বলেন, দেশের জনগণকে ৪৪টি ক্যাটাগরিতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অন্যতম।

এ সময় হানিফ বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, বিদেশীদের কাছে ধর্ণা না দিয়ে দেশের জনগণের কাছে যান ।

এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাধারণ ও জিটিভি, যায়যায়দিনের জেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মঞ্জু, চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, নিউজ 24 কুষ্টিয়া স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, একাত্তর টিভির শাহীন আলী, এটিএন বাংলার খন্দকার তুহিন প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হিসাবে ১৬ জন সাংবাদিকদের মধ্যে ৪ জনকে ১ লক্ষ টাকা করে ও বাকি ১২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।