আরশীনগর প্রতিবেদক,
রবিবার (৫ মার্চ, ২০২৩-ইং) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার সামনে স্থানীয় চাষীদের নিয়ে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতা আইনের দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের মাটি এবং আবহাওয়া তামাক চাষের জন্য উপযোগী। তামাক শিল্পে অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করা, একচেটিয়া বিদেশি তামাকের বাজার হটিয়ে দেশী তামাক শিল্পে প্রতিযোগিতামূলক আইনের সঠিক বাস্তবায়ন করার দাবী জানান মানবন্ধনে অংশগ্রহণকারীরা।
তারা আরও বলেন, ন্যায্য মূল্যে বিক্রি না করতে পারায় আজ আমরা ঠিকমত তামাক চাষ করতে পারছি না। দেশীয় কোম্পানিগুলো ব্যবসা-বাণিজ্য করতে পারলে তামাকের ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নতুন-নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, যা দেশের বেকার সমস্যা দূর করতে ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আপনি আমাদের মা, আমাদের চাষাবাদ করার সুযোগ দিন। আমরা কাজ করে দু’মুঠো ডাল-ভাত খেতে চাই, আমরা উৎপাদন করতে চাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।