নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমির সিমানা মাপা নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামে এই ঘটনা ঘটে।’
নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত মক্কেল মন্ডলের ছেলে।নিহতের স্বজনদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান জানান, জমির সিমানা নিয়ে ফুলবাড়ীয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের আব্দল মান্নানের সাথে তার প্রতিবেশি একই গ্রামের আমির আলীর ছেলে ফিরোজের বিরোধ চলছিলো।’
শনিবার বিকেলে মান্নান বাড়ীর পাশে পুকুরে গোসল করার সময় ফিরোজ অতর্কিতভাবে মান্নানের উপর হামলা চালায়। এসময় ফিরোজ তার হাতে থাকা হাসুয়া দিয়ে মান্নানকে কুপিয়ে পালিয়ে যায়।ঘটনার পর নিহত মান্নানের স্বজনরা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মিরপুর হাসপাতালে নিয়ে যায়।’
তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ফিরোজকে ধরতে পুলিশ ইতি মধ্যে কাজ শুরু করেছে।’