ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

ইবির শিক্ষা সফরের গাড়িতে দুর্বৃত্তের হামলায় শিক্ষক আহত

arshinagar
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-দৈনিক আরশীনগর

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের গাড়িতে দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে।

এতে একজন শিক্ষক আহত হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১০ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল সেনের চাতাল নামক এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, নাটোর জেলার গ্রিন ভ্যালি পার্ক থেকে শিক্ষা সফর শেষে বাস যোগে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।ফেরার পথে কুষ্টিয়ার বটতৈলের সেনের চাতাল এলাকায় পৌঁছালে বেশ কয়েকজন দূর্বৃত্ত শিক্ষা সফরের বাস লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে।এতে ওই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আব্দুল হালিম দূর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে আহত হয়।’

পরে বাসে থাকা শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে।এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের লেকচারার মিঠুন বৈরাগী জানান, “কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে সকালে নাটোর জেলার গ্রিন গ্যালি পার্কে শিক্ষা সফরে গিয়েছিলো।’

সারাদিন শিক্ষা সফর শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে কুষ্টিয়া বটতৈল এলাকা থেকে কয়েকজন শিক্ষা সফরের বাসকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ইটের আঘাতে আহত হয়েছে।”বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) দেবব্রত জানান, “শিক্ষা সফর থেকে ফেরার পথে কুষ্টিয়া বটতৈল এলাকা থেকে শিক্ষা সফরের বাস লক্ষ্য করে দূর্বৃত্তরা ইট ছুড়ে মেরেছে। ইটের আঘাতে ইবির একজন শিক্ষক মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়েছে।’

শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছিলেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, ডিবি সহ আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। দূর্বৃত্তদের পরিচয় জানার জন্য ওই এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।