আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৯ মার্চ) সকালে আমলা সরকারি কলেজ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাদশা জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।
এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীতে নেতৃত্ব দেবে।
তিনি আরো বলেন, তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। শিক্ষার্থীদের সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে শিক্ষাজীবন।
সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব রয়েছে। শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে।
তিনি আরো বলেন, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করে। শিক্ষাথীদের নিয়মিত ক্রীড়া অনুশীলনের মাধ্যমে সুস্থ-সুন্দর জীবন গঠন ও ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান শহীদ মারফত আলীর সহধর্মীনী বীরমুক্তিযোদ্ধা আরজুবান মারফত, শহীদ মারফত আলী স্মৃতি সংসদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসলাম আরেফিন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, আমলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসতিয়াক আহমদ।
অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল্লাহ সুমন সাইদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউন নাহার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকরাম হোসেন, মাহবুব হাসান, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রূপক চন্দ্র ঘোষ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ হাসান, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, রসায়ন বিভাগের প্রভাষক হাফিজুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইমরান আলী, আসাদুজ্জামান, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক সাবিনা ইয়াছমিন, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুস সালাম, আশরাফুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক সুমন ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আতিকুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক সুমন কুমার ঘোষ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সমাপ্তি মজুমদার, কানিজ শারমিনারা কান্তা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ওয়াসিম আকরাম, দর্শন বিভাগের প্রভাষক ইমরান হোসেন, নাজনীন নাহার, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল, গনিত বিভাগের প্রভাষক তাজ উদ্দিন, শরীর চর্চা বিভাগের শিক্ষক শামীম সোহাগ প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় কলেজের শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।