ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দূর্ঘটনা
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে মাটি উত্তোলনকারীকে এক লক্ষ টাকা অনাদায় দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

arshinagar
মার্চ ৩০, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আরশীনগর প্রতিবেদক,
কুষ্টিয়া মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গৌড়দহ  গ্রামের খাল থেকে অবৈধভাবে সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সরকারি খাল থেকে অবৈধ ভাবে মাটি কেটে অবৈধ ইটভাটাই মাটি বিক্রি করছিল জয়নাল এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মিরপুর উপজেলার নির্বাহী অফিসার হারুন অর রশিদের নেতৃত্বে বুধবার বেলা ১২টায় গৌড়দহ একটি অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, সরকারি খাল থেকে মাটি তুলে ইট ভাটায় বিক্রি করে আসছিল আয়নাল ও জয়নাল। এমন কার্যক্রমে সাধারণ  জনগণ হতাশ হয়ে পড়েছিল। কেউ কিছু বলতে গেলে দেয়া হতো তাদেরকে নানা ধরনের হুমকি ধাম কি। তাই এলাকার সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে পারত না। আজকের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী জানান মাটি তোলার কারণে খালের আশেপাশে বাড়িঘর ও রাস্তাগুলো চরম ঝুঁকিতে রয়েছে। আবারো মাটি তোলার প্রস্তুতি নিচ্ছে বলে  আমরা জানতে পেরেছি। তারা নাকি প্রশাসনকে ম্যানেজ করে আবারো এখান থেকে মাটি তুলবে এমনটি শুনছি। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই  এমন কাজ যাতে আর না হয় এ বিষয়ে কঠোর  হস্তক্ষেপ কামনা করছি। কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশিদ বলেন এই খাল থেকে আর মাটি উত্তোলন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি আরো বলেন এরপরেও যদি এখান থেকে আপনারা আর এক ইঞ্চি মাটিও তুলেন তাহলে আগামীতে অর্থ নয় সরাসরি কারাদণ্ড দেয়া হবে। সেই সাথে এর সাথে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।  ভ্রাম্যমান আদালতে জয়নাল কে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা অনাদায় দুই মাসের  কারাদণ্ড দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।