আরশীনগর প্রতিবেদক,
গত বুধবার বিকাল ০৪.০০ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে অবৈধভাবে উপজেলার বাগগাড়িপুল ও বাহাদুরপুর এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড় কেটে দেদারসে মাটি ও বালি উত্তোলনের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে দেশ ও পরিবেশ বিরোধী এজাতীয় বিপজ্বনক কর্মকান্ড বন্ধ করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলায়মান চিশতী সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বাগগাড়িপুল ও বাহাদুরপুরে মহল বিশেষ কর্তৃক অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ না হলে আগামীকাল থেকে নতুন কর্মসূচী পালন করা হবে। দাবির বাস্তবায়ন না হলে এবিষয়ে জনমতামতের ভিত্তিতে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন সোলায়মান চিশতী।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।